সীতাকুণ্ড থানার অভিযানে পাঁচশত পিচ ইয়াবা সহ মোঃ নাজের ও ডলি নামের দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। গত ২৭ মে শনিবার চট্টগ্রামের ফরিদা পাড়ার বাসিন্দা সেকান্দরের পুত্র মোঃ নাজের ও নুর আহমদের মেয়ে ডলি প্রকাশ লিলিকে গ্রেপ্তার করা হয়।
দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় সম্পৃক্ত নাজের ছিল সম্পূর্ণ ধরা ছোঁয়ার বাইরে।
বছরের পর বছর কৌশলে মাদক কারবার চালিয়ে আসা নাজের এর সহযোগী হিসেবে তার ছোট ভাই মিজান, জুয়াড়ী মাসুদ সহ উঠে আসে
চাঞ্চল্যকর সব তথ্য।
সীতাকুণ্ড থানার মাদকদ্রব্য আইনে দায়েরকৃত মামলায় নাজের ও ডলি (লিলি)-কে কারাগারে পাঠানো হয়েছে বলে জানা যায়।
Discussion about this post