পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু’র নির্দেশনায় কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা শৈবাল মজুমদার অন্তু’র ব্যবস্থাপনায় নগরীর শহীদ মিনার চত্বরে রোজাদারদের মাঝে ভালোবাসার উপহার স্বরূপ ইফতার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ডবলমুরিং থানা ছাত্রলীগের তথ্য ও গবেষণা সম্পাদক শোভন চৌধুরী বান্টি, ওমরগণি এম.ই.এস কলেজের ছাত্রনেতা মেসকাতুর রাব্বী আয়াত, কোতোয়ালী থানা ছাত্রলীগের কর্মসূচী ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক অপূর্ব বড়ুয়া শশী, চান্দঁগাও থানা স্বেচ্ছাসেবক লীগের সংগঠক তাপস দত্ত৷, ৩২ নং আন্দরকিল্লা ওয়ার্ড ছাত্রলীগ নেতা আলয় চৌধুরী, অমিত দাশ, অনিন্দ্য বড়ুয়া, অর্ক মল্লিক, সুশান্ত দাশ পাপ্পু, মেহেদি হাসান রাফাত, জয় সেন, ইসমাইল উদ্দীন মিরাজ, প্রণয় দত্ত সহ প্রমুখ।