ছুরিকাঘাতে আসকার বিন তারেক ইভান হত্যা মামলার আসামি নিলয় দত্ত (২২) নামে আরেক আসামিকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ। গ্রেপ্তার নিলয় দত্ত রাউজান থানার নোয়াপাড়ার ৩ নম্বর চিকনদণ্ডী এলাকার বিশ্বানাথ দত্তের ছেলে।
আজ বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুর ১টা ১০ মিনিটে হেমসেন লেন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসকার বিন তারেক হত্যা মামলার এজাহারনামীয় আসামি নিলয় দত্তকে নিলয় দত্তকে দুপুরে হেমশেন লেন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৬ এপ্রিল) হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। এ হত্যাকাণ্ডে জড়িত অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। গত বছরের ২২ এপ্রিল প্রতিপক্ষের ছুরিকাঘাতে খুন হন আসকার বিন তারেক ওরফে ইভান নামের এক ছাত্রলীগ কর্মী। আসকার বিএএফ শাহীন কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন। এ হত্যাকাণ্ডে এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনার একদিন পর আসকারের বাবা কোতোয়ালি থানায় আটজনের নাম উল্লেখ করে মামলা করেন। মামলায় ১০–১২ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
Discussion about this post