আজ থেকে শুরু হলো সিয়াম সাধনার পবিত্র রমজান মাস। এ মাসে সেহেরী ও ইফতার গ্রহণ রোজার দু’টি গুরুত্বপূর্ণ কাজ ও ইবাদত। উভয় কাজেরই রয়েছে আলাদা আলাদা ফজিলত ও তাৎপর্য। রাতের শেষ সময়ে সাহরি গ্রহণ যেমন মানুষের জন্য বরকত ও কল্যাণের কাজ। তেমনি ইফতারও অনেক ফজিলতপূর্ণ সাওয়াবের কাজ।
আর যদি কেউ কাউকে ইফতার করায় তার জন্য রয়েছে অতিরিক্ত সাওয়াব ও তাৎপর্য। যাতে ইফতার গ্রহণকারী ও ইফতারের আয়োজনকারী কারোরই সাওয়াব কমানো হবে না। রোজাদার গরিব কিংবা ধনী হোক, বন্ধু হোক বা আত্মীয়, দূরের বা কাছের, সে যে-ই হোক না কেন, তাকে ইফতার করালে তাতে উভয়ের জন্য রয়েছে বড় উপকার।
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক উপ- গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের উপ-গণ শিক্ষা সম্পাদক আব্দুল আহাদের পক্ষ থেকে নগরীর নিউ মার্কেট মোড় সংলগ্ন পথচারী রোজাদারদের ইফতার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হারুনুর রশিদ কলেজ ছাত্র সংসদের জি.এস আব্দুল মুনাফ, আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ সাফায়েত উল্লাহ, রোহান, তানভীর, আরফান, ইয়াসিন, সিহাব, মোবারক সহ ছাত্রলীগ নেতৃবৃন্দরা।
Discussion about this post