ঐতিহাসিক ৭ মার্চ ২০২৩ উপলক্ষে কেন্দ্রীয় যুবলীগের নির্দেশনায় চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা ওয়াহিদুল আলম ওয়াহিদের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতারা।
এ সময় উপস্থিতি ছিলেন যুবলীগ নেতা রেজাউল করিম, নাজিম উদ্দীন, মোহাম্মদ তৌহিদ, এহাসান, নজরুল ইসলাম, মহিউদ্দিন, মাঈনুদ্দীন, সাজ্জাদ, আশরাফ রিয়াদ, আবিদ হাসনাত, রাকিব,ইসান, রিজভী, আশিক, মেহেদী ও সাকিব প্রমুখ।
উল্লেখ্য, ১৯৭১ সালের এ দিনে তৎকালীন রেসকোর্স ময়দানে বাঙালি জাতির অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক উত্তাল জনসমুদ্রে বাংলাদেশের স্বাধীনতার ডাক দেন—‘এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম’।