চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মরহুম মোসলেম উদ্দিন আহমেদ’র জানাজা পরবর্তী তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হয়েছে কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক শহীদুল হক চৌধুরী রাসেল’র পক্ষ থেকে। পুষ্পস্তবক অর্পন ও কবর জেয়ারতকালে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিটি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস সাইফুদ্দীন আহমদ, সাবেক ছাত্র নেতা মাজহারুল নোমান খান, সিটি কলেজের সাবেক ভিপি শেখ জাফর আহমদ মুজাহিদ, দেলোয়ার জাহান, উত্তর জেলা যুবলীগের নব নির্বাচিত অর্থ সম্পাদক ইন্জিনিয়ার মোহাম্মদ শাজাহান, শিল্প ও বানিজ্য সম্পাদক মোঃ আবু সৈয়দ রেহান, আজমল হোসেন হিরু, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ওয়াহিদুল আলম ওয়াহিদ, মহানগর ছাত্রলীগের সহ-সম্পাদক মোঃ খালেকুজ্জামান, আল আমিন, সিটি কলেজ ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মোঃ মাইনুদ্দীন হাসান প্রমুখ। পরিশেষে তার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।