আলহাজ্ব আহমদ শফি স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধনী খেলায় চন্দনাইশ বদুপাড়া একাদশ মোহাম্মদপুর একাদশ কে ২-০ গোলে পরাজিত করে জয়লাভ করেছে।
রশিদাবাদ আরফা করিম উচ্চ বিদ্যালয় মাঠে স্কুলের দাতা সদস্য মরহুম শফি সাহেবের বড় সন্তান আরশাদুল শফি বাবলুর সভাপতিত্বে গতকাল শুক্রবার ২০ জানুয়ারি ফুটবল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া সহকারী কমিশনার (ভূমি) রকিবুল ইসলাম, অনুষ্ঠানের শুভ উদ্বোধক মার্স ল্যান্ড বিল্ডার্সের চেয়ারম্যান মাহমুদ হোসেন, পটিয়া উপজেলা আওয়ামীলীগের সদস্য মিজানুর রহমান, শোভনদন্ডী ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ফজলুল হক চৌধুরী মোহাব্বত, আরফা করিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইউসুফ, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আব্দুল মোমেন, সাবেক যুবলীগ নেতা আবুল হাসনাত ফিরোজ, উপজেলা ছাত্রলীগ নেতা রুবাইয়াত হোসেন রিফাত টুর্নামেন্ট কমিটির যুগ্ন আহবায়ক নাঈম ইসলাস নবাব, যুগ্ন আহবায়ক মহিউদ্দিন সহ উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Discussion about this post