‘উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়, দেশ গড়বো সমাজসেবায়’ এ প্রতিপাদ্যে গতকাল ২ জানুয়ারি উদযাপিত হয়েছে জাতীয় সমাজসেবা দিবস। দক্ষিণ চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার খোয়াজনগর এলাকায় দীর্ঘদিন ধরেই সমাজসেবা, স্বাস্থ্য, ধর্ম ও কল্যাণমূলক বহু কর্মকান্ডের সাথে সম্পৃক্ত রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক (Ocean BD Group) ওশিন বিডি গ্রুপ লিমিটেড এর চেয়ারম্যান মোহাব্বত আলী চৌধুরী সাহেব।
এলাকার জনসাধারণের দুঃখ কষ্ট সহ যেকোনো প্রতিকূল পরিস্থিতিতে পাশে দাড়িয়ে তিনি সর্বাত্মক সহযোগিতা করেন বলেন জানান স্থানীয়রা।
এ ব্যাপারে জানতে চাইলে মোহাব্বত আলী সাহেব বলেন, জীবনের লক্ষ্যই হওয়া উচিত মানুষের কল্যাণের জন্য কাজ করে যাওয়া এবং জীবনকে যতটুকু সম্ভব ইতিবাচকভাবে কাজে লাগানো।
স্বল্পকথা আর বেশি কাজ তার জীবনের মূলমন্ত্র। দিন-রাত্রে সামান্য বিশ্রাম ও ঘুমের পর বাকী পুরো সময়ই তিনি কাজে ব্যস্ত থাকেন। মানুষের নানা শারীরীক, আর্থিক ও অন্যবিধ সমস্যার সমাধানে মগ্ন থাকতেই ভালোবাসেন বলে জানান তিনি।