মোংলা বন্দরের উন্নয়নে ৬ হাজার ১৪ কোটি টাকার প্রকল্পের চুক্তিস্বাক্ষর হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে বিশ্বমানের বন্দরে পরিণত হবে মোংলা বন্দর প্রত্যাশা সংশ্লিষ্টদের।
আজ সোমবার (২৬ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেল মোংলা বন্দর কর্তৃপক্ষ ও ইজিস ইন্ডিয়া কন্সালটিং ইঞ্জিনিয়ার্স লিমিটেডের মধ্যে আপগ্রেডেশন অব মোংলা পোর্ট প্রকল্পের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা এবং ইজিস ইন্ডিয়া কনসাল্টিং ইঞ্জিনিয়ার্স প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সন্দীপ গুলাটি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তি স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, প্রধানমন্ত্রীর ভিশন ২০৩০ এই প্রকল্প চুক্তির মাধ্যমে আরো একধাপ অগ্রসর হয়েছে। প্রকল্পের আওতায় ইকুইপমেন্টসহ কন্টেইনার টার্মিনাল এবং হ্যান্ডলিং ইয়ার্ড নির্মাণ করা হবে। এর মাধ্যমে মোংলা বন্দর বছরে ১৫ মিলিয়ন সাধারণ কার্গো এবং ৪ লাখ টিইউ কন্টেইনার হ্যান্ডলিংয়ের সক্ষমতা অর্জন করবে। এর মাধ্যমে মোংলা বন্দর চট্টগ্রাম বন্দরের বিকল্প হিসেবে পরিণত হবে।
এছাড়াও, ভারতের তৃতীয় লাইনস অব ক্রেডিটের অর্থায়নে বাস্তবায়নাধীন এ প্রকল্পের আওতায় সার্ভিস ভেসেল জেটি, মেরিন ওয়ার্কশপ কমপ্লেক্স, মেকানিক্যাল ওয়ার্কশপ কমপ্লেক্স, বহুতল কার ইয়ার্ড, আবাসিক কমপ্লেক্স, দিরাজ রেল ক্রসিংয়ে ওভারপাস এবং নদী তীরে বাঁধ নির্মাণ করা হবে।বন্দরের সংরক্ষিত এলাকা ও বন্দরভবন সম্প্রসারণ এবং ৮টি জলযান ক্রয়ের বিষয়টিও প্রকল্পের কাজের আওতাভুক্ত রয়েছে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল।অনুষ্ঠানে ইজিস গ্রুপের সিইও লরেন্ট জারমেইন, এজিস ইন্ডিয়ার পরিচালক সাঙ্গায় সাগার, এজিস ইন্ডিয়া পোর্টের প্রধান জিতেন্দ্র পানিগ্রাহি ও উপস্থিত ছিলেন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন এজিস গ্রুপ বাংলাদেশের কান্ট্রি রিপ্রেসেন্টেটিভ এম ডি মাহফুজ মিয়াহ, আইটি ও অপারেশন্সের ব্যবস্থাপক পারভের ইমদাদ ও এ জি এম, ফিন্যান্স চিত্তরঞ্জন মহাপাত্র।