স্থানীয় সময় শনিবার ভোরে সাইবেরিয়ার কেমেরোভা শহরের ওই বাসভবননে আগুন লাগে।
জরুরি বিভাগের কর্মকর্তারা জানান ,মৃতদের অধিকাংশই ভবনটির বৃদ্ধ বাসিন্দা ।
রুশ গণমাধ্যম আরটি জানিয়েছে, ফায়ার সার্ভিস ও জরুরি বিভাগের কর্মীরা মিলে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ভবনটির দ্বিতীয় তলার বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
ভবনটি স্থানীয় প্রোটেস্টট্যান্ট গির্জার এক যাজকের মালিকানাধীন বলে জানা গেছে। অনিবন্ধিত এই বাসভবনটি গৃহহীন বৃদ্ধদের আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করা হচ্ছিল।
জরুরি বিভাগের এক কর্মকর্তা বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সকে বলেছেন, মৃতদের অধিকাংশই ভবনটির বৃদ্ধ বাসিন্দা। কর্তৃপক্ষের ধারণা, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে।