এক সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলিতে রসুনের দাম বেড়েছে কেজিতে ৩০ টাকা। দেশীয় রসুনের সরবরাহ ও আমদানি কমে যাওয়ায় বাজার ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
বাজার ঘুরে দেখা গেছে, এক সপ্তাহ আগে প্রতি কেজি রসুন ৫০ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে ৮০ টাকায় উঠেছে। হঠাৎ রসুনের দাম বাড়ায় বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। ব্যবসায়ীরা আমদানি বাড়ানোর দাবি জানিয়েছেন।
হিলি বাজারের রসুন বিক্রেতা শাকিল খান বলেন, মোকামে রসুনের সরবরাহ কমে গিয়েছে। আগে যেখানে প্রতিদিন ১০০ টন রসুন আসত, এখন আসছে ৫০ টন। অন্য বিক্রেতা রায়হান ইসলাম বলেন, বেশ কিছুদিন ধরে ভারত থেকে রসুন আমদানি বন্ধ। ফলে আমাদের বাড়তি দামেই পণ্যটি কিনতে হচ্ছে। ভারত থেকে রসুন আসা শুরু হলে দাম আবারো কমবে।
Discussion about this post