মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের কয়েকটি ইটভাটায় উচ্ছেদ অভিযানের সময় ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা করেছেন শ্রমিকরা। এতে পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালকসহ অন্তত ছয়জন আহত হয়েছেন।
এ সময় বিক্ষুব্ধরা একটি গাড়ি ভাঙচুর করেন। পরে মাদারীপুর থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযানে ছয়টি ইটভাটাকে সাড়ে ১৬ লাখ টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুর ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এই উচ্ছেদ অভিযান চলে।
হামলায় আহতরা হলেন, পরিবেশ অধিদপ্তর ফরিদপুর কার্যালয়ের উপপরিচালক (ডিডি) মো. সাইফুল ইসলাম, কম্পিউটার অপারেটর কাজী আবু আবদুল্লাহ, মাদারীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মাহতাব উদ্দিন, সদস্য মনিরুজ্জামন, জাহিদুল ইসলাম, মেশিন চালক মো. রায়হান।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নওরীন হক জানান, ঢাকার পরিবেশ অধিদপ্তরের নির্দেশে দুপুর ১টার দিকে মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের জেএসবি নামের একটি ইটভাটায় উচ্ছেদ অভিযান চালানো হয়। এ সময় ইটভাটাটি ভেঙে ফেলতে গেলে প্রায় শতাধিক শ্রমিক ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা চালান। হামলায় পরিবেশ অধিদপ্তরের ফরিদপুর আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক সাইফুল ইসলামের মাথায় ইটের আঘাত লাগে। এ সময় আরো আহত হন ৫ জন। পরে জেলা পুলিশ থেকে একদল সদস্য গিয়ে তাদের উদ্ধার করে।
এরপর পাঁচখোলা এলাকার জেএসবি ব্রিকস-৩, এআরজি ব্রিকস, খান ব্রিকস-৩, এএসবি ব্রিবস, জেএসবি ব্রিকস-২, আনোয়ার খান ব্রিকসে অভিযান চালিয়ে প্রত্যেককে আড়াই লাখ টাকা ও আমেনা ব্রিকসে দেড় লাখ টাকা জরিমানা করে মোট সাড়ে ১৬ লাখ টাকা আর্থিক জরিমানা করেন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নওরীন হক আরো বলেন, হামলায় পরিবেশ অধিদপ্তরের ডিডিসহ ৬ জন আহত হয়েছেন। আহতরা চিকিৎসা নিয়েছেন। আমরা এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেব। বিশেষ করে যাদের নেতৃত্বে আমাদের ওপর হামলা করা হয়েছে। এছাড়াও মাদারীপুর জেলা প্রশাসকের নির্দেশে অন্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
মাদারীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মাহতাব উদ্দিন বলেন, আমরা জেলা প্রশাসকের নির্দেশে অভিযানে এসে হামলার শিকার হয়েছি। আমিসহ আমাদের আরো ৫ জন আহত হয়েছেন। ঊর্ধ্বতন মহলে কথা বলে ব্যবস্থা নেব।
Discussion about this post