ফাইনালে হারের পর সাবেক জার্মান ফুটবলার যেন জানান দিলেন করিম বেনজেমার অভাব ছিল দেশমের দলে। আর্জেন্টিনার ইতিহাস গড়ার দিনে বিশ্ব দেখলও এক লড়াকু সৈনিকের ব্যর্থতার গল্প। বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক, কিন্তু মাঠ ছাড়তে হলো শিরোপা ছাড়াই।
ম্যাচের ৮০ মিনিট পর্যন্ত মনে হচ্ছিলো একটি সাদামাটা ফাইনাল দেখতে যাচ্ছে বিশ্ব। তবে গল্পটা যে বাকি ছিল। ৮০তম মিনিটে এমবাপ্পের পেনাল্টি থেকে প্রথম গোলটি আসে ফ্রান্সের। এরপর দৃষ্টিনন্দন আরেক গোলে দলকে সমতায় ফেরায় এমবাপ্পে। এই ফরোয়ার্ডের ৯৭ সেকেন্ডে দুটি গোলে খেলা গড়ায় অতিরিক্ত সময় পর্যন্ত।
এরপরেও ঘটনা তো সকলেরই জানা। তবে ম্যাচ শেষে দেশম বললেন, প্রথম হাফে মেসিদের অসাধারণ ফুটবল আর্জেন্টিনাকে এগিয়ে দিয়েছে। তবে এমবাপ্পের এমন পারফর্মেন্সের দিনে কী আসলেই বলা যায় বেনজেমার অভাব ছিলো!
তবে ম্যাচ শেষে নিজের টুইটার একাউন্টে একটি পোস্ট করেছেন সাবেক জার্মান ফুটবলার মেসুত ওজিল। তিনি লিখেছেন, বেনজি নেই তো কোনো উল্লাসও নেই।
তবে এর আগেই আরেকটি টুইটে তিনি আর্জেন্টিনাকে শিরোপা জয়ের জন্য অভিনন্দন জানান।
উল্লেখ্য, বেনজেমা ইনজুরির জন্য বিশ্বকাপ থেকে ছিটকে গেলেও বিশ্বকাপ দলে তার নাম ছিলো শেষ ম্যাচ পর্যন্ত। তবে ফাইনালের আগেই ফিট হয়ে রিয়াল মাদ্রিদের হয়ে একটি ম্যাচও খেলেছেন তিনি। গুঞ্জন ছিলো ফাইনাল ম্যাচে তাকে দলেও দেখা যেতে পারে।
এদিকে ডেইলি মেইল দ্বারা পরিচালিত স্প্যানিশ আউটলেট লিবার্টাদ ডিজিটাল থেকে দাবি করা হয়, দেশমের সঙ্গে বেনজেমার সম্পর্ক ভালো নয়। তাদের আরও দাবি, ইনজুরির কারণে বেনজেমাকে দেশে পাঠানোর সিদ্ধান্ত ছিল দেশমের।
সংবাদ সম্মেলনে বার বার বেনজেমাকে এড়িয়ে চলা যেন এমন কিছুই ইঙ্গিত করে। তাইতো নিজের সাবেক ক্লাব সতির্থ্যের প্রতি দেশমের এমন সিদ্ধান্তকেই যেন একটু খোঁচা দিলেন সাবেক এই রিয়াল মদ্রিদের ফুটবল তারকা।