ঝড়ের কবলে পড়ে থাইল্যান্ডের উপসাগরীয় অঞ্চলে শতাধিক যাত্রীসহ নৌবাহিনীর একটি জাহাজ ডুবে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৭৫ জন নাবিককে উদ্ধার করা হয়েছে। অন্যদিকে এখনও ৩১ জন নিখোঁজ রয়েছে।
রয়্যাল থাই নৌবাহিনীর বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানায়, স্থানীয় সময় রোববার গভীর রাতে থাই নেভির “সুখোথাই” লাইট ফ্রিগেট নামক জাহাজটি থাইল্যান্ডের প্রাচুয়াপাক প্রদেশের কাছে সাগরে ডুবে যায়।
ব্যাংকক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার সময় জাহাজে ১০৬ জন নাবিক ছিলেন। সোমবার মধ্যরাত পর্যন্ত ৭৫ জন নাবিককে উদ্ধার করা হয়েছে এবং এখনও ৩১ জন নিখোঁজ রয়েছে।
জীবিতদের মধ্যে অন্তত তিনজন “গুরুতরভাবে আহত” হয়েছেন। এছাড়াও আহত ১১ জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
থাই নৌবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, দুর্ঘটনার সময় সংশ্লিষ্ট সমুদ্র এলাকায় বিশাল ঢেউয়ের কারণে সমুদ্রের পানি জাহাজের বৈদ্যুতিক সিস্টেমে প্রবেশ করে; যার ফলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যান্ত্রিক ব্যবস্থা বন্ধ হয়ে যায় এবং যুদ্ধজাহাজটি অবশেষে উল্টে গিয়ে ডুবে যায়।
এরইমধ্যে তদন্তে নেমেছে কর্তৃপক্ষ। সংশ্লিষ্টরা বলছেন, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
কর্ভেট শ্রেণির এ জাহাজটি ১৯৮৭ সাল থেকে ব্যবহার করে আসছিল থাই নৌবাহিনী।