কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা-ফ্রান্স ম্যাচের ২১ মিনিটের মাথায় ডি মারিয়াকে ডি বক্সের ভেতর ফাউল করে বসেন ডেম্বেলে। রেফারি সঙ্গে সঙ্গে পেনাল্টির সিদ্ধান্ত দেন। স্পট কিক থেকে গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন মেসি। আর সেই গোলের উদযাপন করতে গিয়েই চিৎকার জুড়ে দেন স্বপন দাস নামে চট্টগ্রামের এক মেসিভক্ত। সঙ্গে সঙ্গেই করে বসেন হার্ট অ্যাটাক এবং ঢলে পড়েন মৃত্যুর কোলে।
রোববার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে রাত ৯টা ২৩ মিনিটের সময় চট্টগ্রাম নগরের খুলশী এলাকার একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া স্বপন দাশ চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বুদপুরা এলাকার বাসিন্দা। তিনি নগরের সাগরিকা এলাকায় ওয়েস্টার্ন মেরিন সার্ভিসেস লিমিটেডে কর্মরত ছিলেন। তিনি চার সন্তানের পিতা।
জানা গেছে, নগরীর খুলশীর একটি ফ্ল্যাটে দুইজন বিদেশি অথিতিকে আতিথেয়তার দায়িত্ব পালন করছিলেন। এ সময় খেলা দেখছিলেন তিনি অতিথিদের সাথেই।
প্রতিষ্ঠানটিতে কর্তব্যরত লায়ন মো. মুছা সিকদার জানান, রাতে অথিতিদের সঙ্গেই খেলা দেখতে বসেন স্বপন দাস। খেলার ২৩ মিনিটের মাথায় আর্জেন্টিনা দলের পক্ষে মেসি পেনাল্টিতে প্রথম গোল দিলেই স্বপন চিৎকার করে উঠে। একপর্যায়ে তিনি হার্ট অ্যাটাক করেন। পরে তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।