মহান বিজয় দিবস ২০২২ উপলক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংরক্ষিত মহিলা কাউন্সিলর রুমকি সেনগুপ্ত’র উদ্যোগে ও জার্মান প্রাক্তন ছাত্র পরিষদের সহযোগিতায় নগরীর কাপাসগোলা সরকারী প্রাথমিক বালক বিদ্যালয় প্রাঙ্গনে বিন্যামুল্যে চিকিৎসা সেবা ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
উক্ত কর্মসূচীতে চিকিৎসা সেবা প্রদান করেছেন চিকিৎসক বৃন্দ ডাঃ অপূর্ব ধর, ডাঃ দিপু রায়, ডাঃ বিবরন দাশ, ডাঃ অভিজিৎ দাশ।
এসময় শীতার্ত মানুষের মধ্যে নিজ উদ্যোগে শীত বস্ত্র বিতরণ করেছেন কাউন্সিলর রুমকি সেন গুপ্তা।
এই কর্মসূচীতে বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়েছেন ২১৭ জন মানুষ এবং রক্তের বিভাগ নির্ণীত হয়েছে ৩১৭ জন সেবাপ্রার্থীর ।