সিএমপির নভেম্বর-২০২২ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয় দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্স সদর দপ্তরের কনফারেন্স হল রুমে। উক্ত সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন কমিশনার কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার)।

মাসিক অপরাধ পর্যালোচনা সভায় গ্রেফতারী পরোয়ানার আসামী, নিয়মিত মামলার আসামী গ্রেফতার, ডাকাত/ছিনতাইকারী গ্রেফতার, মাদক উদ্ধার, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, মামলা নিষ্পত্তি, ইভেন্ট ম্যানেজমেন্টসহ সামগ্রিক কার্যাবলীতে সিএমপি’র শ্রেষ্ঠ থানা হিসেবে পুরষ্কৃত করা হয় কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ জাহিদুল কবির কে এবং শ্রেষ্ঠ বিভাগ হিসেবে দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার)।
এছাড়া শ্রেষ্ঠ মাদকদ্রব্য উদ্ধারকারী অফিসার হিসেবে পুরস্কৃত হন কোতোয়ালী থানার এসআই মোঃ সাদ্দাম হোসেন। এছাড়া কোতোয়ালী থানার এসআই মোঃ মেহেদী হাসান ও এসআই নয়ন বড়ুয়া বিশেষ পুরস্কারের ভূষিত হন।
সভায় সিএমপি কমিশনার অপরাধ দমন ও যানজট নিয়ন্ত্রণে পুলিশ সদস্য সহ সম্মানিত নগরবাসীর সহযোগিতা কামনা করেন।