একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তিনবারের সাবেক সিটি মেয়র, বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর চট্টলার গণমানুষের নেতা চট্টলবীর আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরী’র ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল দুপুরে নগরীর জেল রোডস্থ আমানত শাহ এতিমখানায় কোতোয়ালী থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছাত্রনেতা নিলয় সেন এর উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল এবং এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক বাবু চন্দন ধরের নির্দেশনায় কোতোয়ালী থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছাত্রনেতা নিলয়ের উদ্যোগে উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে প্রয়াত নেতা আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরী এবং শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি’র জন্য দোয়া করা হয়। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কোতোয়ালী থানা ছাত্রলীগ নেতা প্রীতম, জয়, অনিক, আরাফাত, ইসমাম, রুবেল, প্রিয়ম, জয়দীপ সহ ওয়ার্ড ছাত্রলীগের বিভিন্ন নেতৃবৃন্দরা।