সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে সম্প্রতি যোগদান করেছেন মোঃ আব্দুল মতিন । এর আগে তিনি ইষ্টার্ন ব্যাংক লিমিটেড এ ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের প্রধান হিসেবে কর্মরত ছিলেন।
মতিন ব্যাংক খাতের ঋণ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে “ক্রেডিট অপারেশনস এন্ড রিস্ক ম্যানেজমেন্ট ইন কমার্সিয়াল ব্যাংকস” নামে একটি বই লেখেন যেটা বেশ কার্যকরী। পাঠক প্রিয়তার কারণে বইটি ২০১১ সালে প্রথম প্রকাশ হলেও বিভিন্ন সময়ে দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ সংস্করণ বের করতে হয়েছিল।
মতিন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞান বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর শেষে ১৯৯৬ সালে সাউথইষ্ট ব্যাংকে প্রবেশনরী কর্মকর্তা হিসেবে ব্যাংকিং পেশা শুরু করেন। তিনি ২০০১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাবস্থাপনা বিভাগ থেকে এম বি এ ডিগ্রী লাভ করেন।
দীর্ঘ ২৬ বছর ব্যাংকিং পেশায় তিনি ন্যাশনাল, প্রাইম এবং ঢাকা ব্যাংক লিমিটেড এ কর্মরত ছিলেন। ব্যাংকিং পেশায় উৎকর্ষতা সাধনে তিনি ঋণ ব্যবস্থাপনা ঝুঁকি বিষায়কসহ দেশে ও বিদেশে স্বল্প ও দীর্ঘ মেয়াদী বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশলায় অংশ গ্রহণ করেন।