বুধবার (১৪ডিসেম্বর) সকাল ১০টা ১২ মিনিটে হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে দুইটি তেলবাহী ট্যাংকলরিতে আগুন লগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট। ঘটনাটি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার।
তিনি বলেন, সকাল ১০টায় দুইটি তেলবাহী ট্যাংক লরিতে আগুন লাগার খবর পেয়ে উত্তরা ও কুর্মিটোলা ফায়ার স্টেশনের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
প্রাথমিক ভাবে আগুন লাগার কারণ ও হতাহতরে কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মকর্তা।