অবশেষে সেমি ফাইনালের ম্যাচে, আজ ১৩ ডিসেম্বর দিবাগত রাত একটায় কাতারের লুসাইল স্টেডিয়ামে দল দুটি একে অপরের মুখোমুখি হবে।
বিশ্বকাপ শুরু থেকেই যেন হিসেবের বাহিরেই ছিলেন ক্রোয়েটরা। কিন্তু সব হিসেবকে উড়িয়ে দিয়ে পর পর দুই আসরে ফাইনাল খেলার হাতছানি এখন তাদের। তবে সেই স্বপ্ন বাস্তবায়ন করতে আজ রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে লুকা মড্রিচদের। চলতি আসরে এখন পর্যন্ত হারের স্বাদ না নেওয়া দলটিকে কীভাবে আঘাত করতে হবে তা নিয়েই কাজ করেছে স্কলানির দল।
এদিকে শেষ বিকেলের মতোই ঘনিয়ে আসছে কাতার বিশকাপের চলতি আসর। মাত্র তিনটি ম্যাচ পরেই জানা যাবে কে হতে যাচ্ছে স্বর্ণে মোড়ানো শিরোপার মালিক। তবে শেষ দুটি ম্যাচ যে প্রতিটা দলের জন্য যে বিশাল বড় চাপের, সেটা বলার কোনো অপেক্ষাই রাখে না।
ক্রোয়েশিয়া চলতি আসরে এখনও পর্যন্ত অপরাজিত। রক্ষণভাগ এবং মাঝমাঠের শক্তির কাছে পরাস্ত হচ্ছে একের পর এক শক্তিশালী দল। লিভাকোভিচকে পরাস্ত করে জালে বল ঢুকানোই যেন দায় হয়ে দাঁড়িয়েছে প্রতিপক্ষের। চলতি আসরে এখন পর্যন্ত মাত্র তিনটি গোল হজম করেছেন এই গোলরক্ষক।
এরকম রক্ষণভাগের বিরুদ্ধে ম্যাচে আর্জেন্টাইন কোচের কপালে কিছুটা চিন্তার ভাঁজ তো পরতেই পারে। তবে দুর্দান্ত ছন্দে থাকা দলটি শিরোপার স্বপ্নে বিভোর। তাইতো দালিচের ক্রোয়েশিয়াকে কীভাবে থামানো যায় তা নিয়েই কাজ করেছে আর্জেন্টাইন কোচ।
সোমবার সংবাদ সম্মেলনে সেমি ফাইনালের ম্যাচ নিয়ে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কলানি বলেছেন, আমরা ক্রোয়েশিয়াকে অনেক বিশ্লেষণ করেছি। তারা অনেক দলের জন্য ম্যাচগুলো কঠিন করে তুলেছে। আমরা তাদের কোথায় আক্রমণ এবং কিভাবে পরাস্ত করবো সেটা নিয়ে কাজ করেছি।
ম্যাচটি যে কঠিন হবে সেটাও তিনি খুব সহজভাবেই স্বীকার করে বলেন, এটি খুব কঠিন ম্যাচ হবে, তারা সত্যিই একটি দল হিসেবে খেলে। তাদের বেশ কিছু দুর্দান্ত খেলোয়াড় রয়েছে।
বিশ্ব আজ অপেক্ষায় থাকবে দুর্দান্ত এই লড়াই দেখার। শেষ ২০১৮ সালে মেসিরা ৩-০ গোলে পরাজিত হয়েছিলো মড্রিচদের কাছে। এবার কি প্রতিশোধ নিতে পারবে তারা, নাকি ইতিহাস এবারও কথা বলবে ক্রোয়েটদের হয়ে।