সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কুরুচিপূর্ণ ও মিথ্যা তথ্য ছড়ানোর অপরাধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া মামলায় কর্ণফুলী উপজেলার শিকলবাহা এলাকার এজাজ আল ফারুকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
মামলাটি পিবিআই কর্তৃক তদন্ত পূর্বক প্রতিবেদন প্রদান করার পর সাইবার ট্রাইবুনাল আদালত হতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলে এই মামলার আসামি মাহমুদুর রহমান ফাহিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ৯ ডিসেম্বর সকালে উপজেলার শিকলবাহা মাস্টার হাট এলাকা থেকে এই আসামিকে গ্রেপ্তার করা হলেও মামলার প্রধান আসামি এজাজ আল ফারুক পলাতক রয়েছে বলে জানা যায়। তবে, মামলার সব আসামিকে গ্রেপ্তারের প্রচেষ্টা চলছে বলে জানা যায়।
গ্রেপ্তারকৃত মাহমুদুর রহমান ফাহিম (২৪) শিকলবাহা ইউনিয়নের ২ নং ওয়ার্ড়ের হাজী সোনা মিয়ার বাড়ির হারুনুর রশিদের পুত্র বলে জানা যায়।
ঘটনা সূত্রে জানা যায়, ভূমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের হাজী সোনা মিয়ার পুত্র ইকবাল আল ফারুক ও তাঁর স্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কুরুচিপূর্ণ ও মিথ্যা তথ্য ছড়িয়ে মানহানি করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগী ইকবাল আল ফারুক ৫ জনকে আসামী করে ডিজিটাল নিরাপত্তা আইনে সাইবার ট্রাইবুনাল আদালতে মামলা দায়ের করেন।