কোমরে পুলিশের ওয়্যারলেস সেট ও হ্যান্ডকাফ, পুলিশের ভাব নিয়ে প্রাইভেট কার চালিয়ে দাপিয়ে বেড়ান তিনি হালিশহর এলাকায়। নাম তার আরমান চৌধুরী- পেশায় একজন গাড়ি চালক হলেও পরিচয় দিতেন সিএমপি’র হালিশহর থানার এসআই। সেই ভুয়া এসআই এবার ধরা পড়লো হালিশহর থানার পুলিশের অভিযানে। সাংবাদিককে হুমকি ধমকি ও আটক করার ভয়ভীতি দেখাতে গিয়ে সেই ভুয়া পুলিশ নিজেই আটক হয়েছেন বলে জানা যায়। ঘটনা সুত্রে জানা যায়, হালিশহর এলাকায় একটি অনুসন্ধানী প্রতিবেদনের তথ্য সংগ্রহকালে দেখা যায়, আরমান নামে এক যুবক স্পটে এসে নিজেকে হালিশহর থানার এসআই পরিচয় দিয়েই চড়াও হয়। এরপর প্রতিবেদককে সংবাদ প্রকাশ থেকে বিরত না থাকলে জানে মেরে ফেলাসহ গ্রেপ্তারের ভয় দেখান কথিত পুলিশ আরমান।
এ সময় আরমানের আচরণে সন্দেহ হলে সাংবাদিক ইব্রাহিম জুলহাজ নীল তাকে চ্যালেঞ্জ করে হালিশহর থানার যেতে বলেন। পরিস্থিতি আঁচ করতে পেরে আরমান তার ব্যবহৃত সিলভার কালারের চট্টমেট্টো-খ-১১-১৯৮০ নম্বরের প্রাইভেট কারটি চালিয়ে দ্রুত সটকে পড়েন।
এ বিষয়ে সাংবাদিক ইব্রাহিম হালিশহর থানায় একটি অভিযোগ করেন। অভিযোগ পেয়ে পুলিশের অভিযানেই গ্রেপ্তার হন ভুয়া এসআই আরমান চৌধুরী।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে হালিশহর আবাসিকের ৩ নম্বর সড়কের ২ নম্বর লেনের ২০/২২ নম্বর বাসা থেকে আরমানকে গ্রেপ্তার করেছে বলে নিশ্চিত করেছেন হালিশহর থানার সেকেন্ড অফিসার এসআই মো. ইমদাদ হোসেন চৌধুরী। তিনি জানান, আরমানের বাবার নাম জসিম উদ্দিন।
গ্রেপ্তারের পর আরমান পুলিশের কাছে অকপটেই দায় স্বীকার করেছে বলে থানা সূত্রে জানা গেছে।
আরমান পুলিশকে জানান, তিনি হালিশহরে বৌ বাজার এলাকার সুমন নামের এক ঠিকাদারের গাড়িচালক।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহির উদ্দিন বলেন, ওই চক্রটির সঙ্গে জড়িতদেরও সনাক্তে কাজ করছে পুলিশ। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।