সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কুরুচিপূর্ণ ও মিথ্যা তথ্য ছড়ানোর অপরাধে ডিজিটাল নিরাপত্তা আইনে কর্ণফুলী উপজেলা থেকে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শুক্রবার সকালে উপজেলার শিকলবাহা মাস্টার হাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাহমুদুর রহমান ফাহিম (২৪) শিকলবাহা ইউনিয়নের ২ নং ওয়ার্ড়ের হাজী সোনা মিয়ার বাড়ির হারুনুর রশিদের পুত্র বলে জানা যায়।
সূত্রে জানা যায়, ভূমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে শিকলবাহা ইউনিয়নের হাজী সোনা মিয়ার পুত্র ইকবাল আল ফারুক ও তাঁর স্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কুরুচিপূর্ণ ও মিথ্যা তথ্য ছড়িয়ে সুনাম হানি করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগী ইকবাল আল ফারুক ৫ জনকে আসামী করে ডিজিটাল নিরাপত্তা আইনে সাইবার ট্রাইবুনাল আদালতে মামলা দায়ের করেন। মামলাটি আমলে নিয়ে আদালত পিবিআইকে তদন্তের নির্দেশ দেন। পিবিআই তদন্ত রিপোর্ট জমা দিলে আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন৷ এই মামলার ৩ নং আসামি মাহমুদুর রহমান ফাহিমকে শুক্রবার সকালে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ব্যাপারে কর্ণফুলী থানার এস আই খন্দকার আরঙ্গজেব জানান, সাইবার ট্রাইবুনাল আদালতে দায়েরকৃত একটি মামলার গ্রেপ্তারি পরোয়ানা মূলে ফাহিম নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।