একমাত্র ছেলে প্রিয়াম এর জন্মদিনের কেক কিনতে গিয়ে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন সিএমপি’র পুলিশ সদস্য ইফতেখার ইসলাম প্রিন্স। ১৮ নভেম্বর ছেলে প্রিয়ামের জন্মদিন তাই ১৭ নভেম্বর দিবাগত রাত ১২টায় ছেলের জন্মদিনের কেক কাটা হবে। এ জন্য বাসায় ফেরার সময় ছেলের জন্য কেক কিনতে যাচ্ছিলেন সিএমপি’র এই পুলিশ সদস্য৷ সড়কের মাঝখানে হঠাৎ করে চলে আসা এক পথচারীকে বাঁচাতে গিয়ে বাইক সহ আছড়ে পড়ে প্রিন্স৷ সেই থেকে আশংকা জনক অবস্থায় চিকিৎসাধীন ছিলেন তিনি৷ আজ ১৮ এপ্রিল ছেলের জন্মদিনের দিনেই শেষ নিশ্বাস ত্যাগ করেন ইসলামিয়া কলেজ ছাত্র সংসদের সাবেক কার্যকরি সদস্য ইফতেখার ইসলাম প্রিন্স।
গতকাল রাত আনুমানিক ১০টায় বায়েজিদ থানাধীন টেক্স্যটাইল গেইট এলাকায় মোটর সাইকেল এক্সিডেন্টের পর থেকে আশংকা জনক অবস্থায় নগরীর ম্যাক্স হসপিটালে লাইফ সাপোর্টে ছিল। পরে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন৷
নিহতের ছোট ভাই সোহান জানান, গতকাল দিবাগত রাত ১২টায় ছেলের জন্মদিনের কেক কাটবে এই উদ্দেশ্যে বাসায় ফেরার পথে কেক কিনতে গিয়েছিল প্রিন্স৷ প্রতিমধ্যে সড়কে এক পথচারীকে বাঁচাতে গিয়ে বাইক দূর্ঘটনার শিকার হন সিএমপি’র পুলিশ সদস্য প্রিন্স৷
তিনি মীরসরাই উপজেলার নিজামপুরের বাসিন্দা মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলামের বড় সন্তান ছিলেন প্রিন্স৷
ইসলামিয়া ডিগ্রী কলেজ ছাত্র সংসদের সাবেক কার্য্যকরী সদস্য ইফতেখার ইসলাম প্রিন্স’র অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ইসলামিয়া ডিগ্রী কলেজ ছাত্র সংসদ ও ছাত্রলীগ৷
Discussion about this post