গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত ই-প্রেস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রকাশনায় আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই-প্রেস ক্লাবের তত্বাবধানে আত্নপ্রকাশ করল সাংবাদিকদের মুখপত্র ই-প্রেস নিউজ।
বুধবার বিকালে ঢাকায় নিজস্ব কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে ই-প্রেস নিউজের নির্বাহী সম্পাদক সাংবাদিক মাসুদ লস্কর এর সঞ্চালনায় ই-প্রেস ক্লাব এর উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ ফজলুল কবীর এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উদ্যোক্তা উন্নয়ন উপদেষ্টা আরিফুল ইসলাম জিয়া, ক্যাট এর সভাপতি ও ই-প্রেস ক্লাবের উপদেষ্টা আলী নিয়ামত, সিলেট বিভাগীয় উপদেষ্টা নাজমুল হাসান বাবুল, নীলা আক্তার নীলু, প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই-প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ ফজলুল কবীর বলেন, “বাংলাদেশে আমরাই সর্বপ্রথম ও একমাত্র সংগঠন যা বাংলাদেশ সরকারের অনুমোদন সহ আন্তর্জাতিক স্বীকৃতি, গণমাধ্যম কে শিল্প হিসাবে স্বীকৃতি ও প্রতিষ্ঠা করার মাধ্যমে চতুর্থ শিল্প বিপ্লবে সক্রিয়ভাবে অংশ গ্রহণ ও নেতৃত্ব দিতে প্রস্তুতি সম্পন্ন করতে পেরেছি। ই-প্রেস ক্লাবের মূলমন্ত্র হল সাংবাদিকদের স্বাবলম্বী করা। তাই এক ভিন্নধারার সমাজ গঠনের প্রত্যয়ে আমাদের সফলতার প্রথম ধাপ হিসাবে আজ ভিন্নধারার গণমাধ্যম জাতিকে উপহার দিতে পেরে আমরা ধন্য।‘’
উপদেষ্টা আরিফুল ইসলাম জিয়া তার বক্তব্যে বলেন, “আমি আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই-প্রেস ক্লাবের উদ্যোক্তা উন্নয়ন উপদেষ্টা হিসাবে থাকতে পেরে নিজেকে গর্বিত মনে করছি, তাছাড়া একটা গণমাধ্যম আত্নপ্রকাশের আগে সরকারের অনুমোদন সহ যে ব্যাতিক্রমী পদক্ষেপ নিয়ে সমাজে আবির্ভাব করেছে তা দেখে আমি মুগ্ধ।‘’
ক্যাট এর সভাপতি ও ই-প্রেস ক্লাবের উপদেষ্টা আলী নিয়ামত তার বক্তব্যে বলেন, “ব্যাঙ্গের ছাতার মত যত্রতত্র গড়ে তুলা অনলাইন পোর্টাল সহ দেশ ও জাতির কাছে একটা উতকৃষ্ট মেসেজ হল সাংবাদিকদের মুখপত্র ই-প্রেস নিউজ।আশাকরি ই-প্রেস ক্লাবের তত্ত্বাবধানে পরিচালিত ই-প্রেস নিউজ এক নতুন দিগন্তের সূচনা করবে।‘’
এ ব্যাপারে জানতে চাইলে ই-প্রেস নিউজের নির্বাহী সম্পাদক সাংবাদিক মাসুদ লস্কর বলেন, “আমরা চাই নতুনত্ব।‘’
তিনি আরো বলেন, “আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই-প্রেস ক্লাব সাংবাদিকদের স্বাবলম্বী করার মাধ্যমে জাতিকে একটা মেসেজ দিতে চায় যে,সাংবাদিকরা আত্ননির্ভরশীল ও চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্বের অংশীদার। সবার আগে সঠিক তথ্য পেতে ই-প্রেস নিউজের সাথে থাকার জন্য তিনি সকলকে অনুরোধ করেন।‘’
Discussion about this post