একাত্তর টেলিভিশনের সিনিয়র ভিডিও এডিটর আবুল কালাম আজাদ আর নেই।
কিডনি ও হৃদরোগে আক্রান্ত হয়ে সোমবার (৩ অক্টোবর) ভোর সাড়ে ৫টায় গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
একাত্তর টেলিভিশনের সূচনালগ্ন থেকে এক দশকের বেশি সময় ধরে নিপুণ দক্ষতায় সংবাদের চিত্র সম্পাদনায় নিয়োজিত ছিলেন আবুল কালাম। নিষ্ঠা আর বন্ধুবাৎসল্যে হয়েছিলেন সহকর্মীদের প্রেরণার উৎসভূমি, ভালোবাসার তীর্থ।
একযুগের বেশি সময় ধরে গণমাধ্যমে কাজ করা আবুল কালাম ২০০৭ সালে চিত্র সম্পাদক হিসেবে যোগ দেন একুশে টেলিভিশনে। এর আগে দেশের নাম করা সম্পাদনা প্রতিষ্ঠান টেলিহোম ও সাবলাইমে ছাপ রাখেন তার কুশলী সৃজনশীলতার।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৭ বছর। তার মরদেহ রাজধানীর মুগদার নিজ বাসায় নিয়ে যাওয়া হয়েছে।