ট্রেড লাইসেন্স ছাড়াই ব্যবসায়িক হিসাব খুলতে পারবেন ছোট ব্যবসায়ীরা। হিসাবটি ব্যবসায়িক হলেও তা হবে ব্যবসায়ীর নামে। ব্যাংক, মোবাইলে আর্থিক সেবা (এমএফএস) ও লেনদেন সেবা দাতা প্রতিষ্ঠানগুলোতে (পিএসপি) এই হিসাব খোলা যাবে। হিসাব খুলতে কোনো খরচ দিতে হবে না, আবার লেনদেনের ওপর মিলবে ঋণ। বাংলাদেশ ব্যাংকসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে এ ব্যাপারে নির্দেশনা দিয়েছে। এ বিষয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন মো. মাসুদুর রহমান
কেন্দ্রীয় ব্যাংকের এই উদ্যোগের ফলে দেশের ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ীদের আর্থিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা আসবে। আমরা অনেক দিন ধরে বলে আসছিলাম, ছোট ব্যবসায়ীদের ব্যাংকিং চ্যানেলে আনতে এমন কোনো উদ্যোগ নেওয়া হোক।
এখানে সবচেয়ে বড় জটিলতা ছিল ট্রেড লাইসেন্স। কারণ, এসব ব্যবসায়ী এত ছোট যে ট্রেড লাইসেন্স নেওয়া তাঁদের জন্য চ্যালেঞ্জের। প্রতিবছর সেটা নবায়ন করা আরও ঝামেলার। এর সঙ্গে অর্থ ব্যয়ের বিষয়ও থাকে। এ জন্য তাঁরা ব্যাংকিং চ্যানেলে আসতে চান না।
এখন ব্যাংকসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি ব্যবসায়ীদের যেসব সংগঠন আছে, তাদেরও এই প্রক্রিয়ায় সম্পৃক্ত করতে হবে।
তাহলে ব্যবসায়ীরা ব্যক্তিক রিটেইল হিসাব খুলতে আত্মবিশ্বাস পাবেন, লেনদেন করবেন। এতে নগদ অর্থ ব্যবস্থাপনার ঝুঁকি কমে আসবে। সবচেয়ে বড় কথা হলো, দেশে আর্থিক অন্তর্ভুক্তির পাশাপাশি ডিজিটাল আর্থিক পরিবেশ তৈরি হবে।
তবে ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যাংক হিসাবের মাধ্যমে ঋণ দেওয়ার ব্যবস্থা আরও বিস্তৃত করতে হবে। এখনো তাঁরা ব্যাংকঋণ পেতে নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হন। সে জন্য তাঁরা অনানুষ্ঠানিক খাত থেকে চড়া সুদে ঋণ নেন।
এই হিসাবের মাধ্যমে সহজ শর্তে ঋণ দেওয়ার পরিকল্পনা দ্রুত আলোর মুখ দেখুক। সামগ্রিক উদ্যোগ খুবই ইতিবাচক। আমি এর সফলতা কামনা করি।