বেসরকারি ব্যাংকিং সেক্টরের আইকন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড ইউসিবির বোর্ড পুনর্গঠন করা হয়েছে।
বুধবার ইউসিবিএলের কর্পোরেট অফিসে ৪৭২ তম বোর্ড সভা অনুষ্ঠিত হয়।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড দেশের সেরা বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলির মধ্যে একটি যার দূরদর্শী পরিচালনা পর্ষদের বিচক্ষণ নেতৃত্ব বলে মনে করা হয়।
সভায় তরুণ নারী উদ্যোক্তা এবং আরামিত গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুখমিলা জামান চৌধুরী ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) চেয়ারম্যান হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন।
ইউসিবির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ওই দিনের বোর্ড সভায় বিশিষ্ট দর্শনীয় উদ্যোক্তা, বশির আহমেদ ইউসিবির ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া দেশের তরুণ ও গতিশীল শিল্পপতি রনি কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক, নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান, ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেড ইউপিওয়াই-এর চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী রণি ইউসিবির নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবে পুনঃনির্বাচিত হয়েছেন।
এর পাশাপাশি বিশিষ্ট উদ্যোক্তা এম এ সবুর ইউসিবিএলের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান হিসেবে পুনঃনির্বাচিত হয়েছেন।
Discussion about this post