সিলেটে বুশরা মোটরসের মালিক আজাদকে প্রতারণার মামলায় গ্রেফতার করা হয়।
দীর্ঘদিন পুলিশ খুঁজার পর পলাতক আজাদকে গত ২২শে জুন সিলেটের উপশহর, ই-ব্লকের বাসা থেকে গ্রেপ্তার করে সিলেটের কৌতুয়ালী থানা পুলিশ।
জানা যায়, দীর্ঘদিন ধরে ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন কোম্পানী থেকে বাকীতে গাড়ী নিয়ে টাকা না দিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করেন এ আজাদ। এইভাবে গাড়ীর ব্যবসার জন্য বিভিন্ন ব্যক্তি এবং কোম্পানির কাছ থেকে সিএনজ,পিকআপ,পাওয়ার টিলারের ডিলারশীপ নিয়ে প্রতারণা করে আসছে। এই পর্যন্ত তার বিরুদ্ধে ৬ টি চেকের মামলার সাজা হয়েছে।
ঢাকার এসিএল কোম্পানিসহ অনেকের মামলা বিচারাধীন অনেকেই মামলা করার প্রস্তুতি নিচ্ছে। চট্রগ্রামের তাহেরি ফ্লাওয়ারস,কনফিডেন্স মোটরস্,ইসলাম ব্রাদার্স,জিএমডব্লিও এর কাছ থেকেও টাকা সে আত্নসাৎ করছে।
জানা যায়, সিলেট নাইওরপুল হুমায়ন চত্বরে তাঁর শো রুম। যা বর্তমানে বন্ধ অবস্থায় আছে।
Discussion about this post