চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানার কাজীর দেউড়িতে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. মঈনুদ্দিন (৩০) নামের এক ব্যবসায়ী নিহত ও মোবারক (২৬) নামে আরেক যুবক গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৯ জুন) ভোর ৫টার দিকে কাজীর দেউড়ি ২নম্বর গলিতে এ ঘটনা ঘটে। মোবারক বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ পর্যন্ত তাকে দুই ব্যাগ রক্ত দিতে হয়েছে বলেও জানিয়েছেন স্বজনরা।
এ ব্যাপারে কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. মোশারফ বলেন, ‘‘সকালে একব্যক্তিকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এতে একজন মারা গেছেন। আরেকজন গুরুতর আহতাবস্থায় চমেক হাসপাতালে ভর্তি আছে। বিস্তারিত এখনো জানা যায়নি।’’
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবীর বলেন, পলোগ্রাউন্ডে চেম্বারের বাণিজ্য মেলায় স্টল বসানোকে কেন্দ্র করে পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের মঈনুদ্দিন ও মোবারকের ওপর অতর্কিত হামলা করে আবু আহম্মেদ ওরফে প্রকাশ পিস্তল বাবু। এসময় আবু আহম্মেদ তাদের ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে মঈনুদ্দিন নিহত হন এবং মোবারক গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। ’’
তিনি আরো বলেন, ‘‘হামলাকারী সিএমপি তালিকাভুক্ত কিশোর গ্যাংয়ের সদস্য। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।’’
স্থানীয় সূত্রে জানা গেছে, মঈনুদ্দিন বিভিন্ন মেলায় স্টল নিয়ে পার্টনারে কাপড়ের ব্যবসা করতেন। বুধবার (৮ জুন) ঢাকা থেকে কাপড় কিনে রাতে চট্টগ্রামে এসেছিলেন। ভোরে গরিবুল্লাহ শাহ মাজারে নেমে সিএনজিচালিত অটোরিকশা করে কাজীর দেউড়ি ২নম্বর গলিতে আসেন। মঈনুদ্দিন আহত মোবারকের বোনের সঙ্গে পার্টনারে কাপড়ের ব্যবসা করেন। কাপড়চোপড়গুলো পার্টনারের বাসায় নামিয়ে দিতে এসেছিলেন। ২নম্বর গলিতে কাপড়ের বোঝাগুলো নামানোর পর মঈনুদ্দিনের গতিরোধ করে প্রতিপক্ষের আহম্মেদ বাবু ওরফে পিস্তল বাবু। এ ঘটনার কথা শুনে বাসা থেকে বের হন মোবারক। এসময় তাদের দুইজনকেই ছুরিকাঘাত করে পালিয়ে যায় বাবু। ছিনতাইকারীরা সিএমপি তালিকাভুক্ত কিশোর গ্যাংয়ের সদস্য বলে জানা গেছে।
Discussion about this post