অবৈধ রং মিশিয়ে গুঁড়া হলুদ ও লাচ্ছা সেমাই তৈরির দায়ে নীলফামারীতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৬ এপ্রিল) দুপুরে সৈয়দপুর শহরের নিয়ামতপুর জুম্মাপাড়া এলাকার দুইটি সেমাই কারখানা ও কামারাপুকুরে গুঁড়া হলুদ ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করা হয়। সৈয়দপুরে ভোক্তা সংরক্ষণ অধিদফতরের উপপরিচালক সামছুল ইসলামের নেতৃত্বে একটি দল ভেজালবিরোধী অভিযানে নামে।
এ সময় অবৈধ রং মিশিয়ে গুঁড়া হলুদ তৈরির দায়ে একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা এবং নিম্নমানের সামগ্রী দিয়ে লাচ্ছা সেমাই তৈরির অপরাধে দুটি প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে সামছুল ইসলাম বলেন, ‘‘অবৈধ ক্যামিকেল দিয়ে হলুদ তৈরি ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদনের অভিযোগে জরিমানা করা হয়।’’
Discussion about this post