দ্রুতগতিতে আবারও বেড়েছে ভোজ্যতেলের দাম। দিন দিন উর্ব্ধগতির মাত্রা অতিক্রম করে চলছে নিয়ন্ত্রণহীন এই দাম। গত এক সপ্তাহের ব্যবধানে সয়াবিন ও পাম তেলের দাম মণপ্রতি বেড়েছে সর্বোচ্চ ৫০০ টাকা পর্যন্ত।
ব্যবসায়িদের মতে,আন্তর্জাতিক বাজারে এখনো ভোজ্যতেলের বাজার চড়া। প্রতিদিনই বুকিং দর অল্প অল্প করে বাড়ছে। দাম বৃদ্ধির কারণে স্থির থাকছে না বাজারে সয়াবিন ও পাম উভয় তেলের দাম । তবে ভোক্তারা বলছেন, দেশে সয়াবিন তেলের মিল রয়েছে হাতে গোনা।
গতকাল খাতুনগঞ্জের পাইকারী বাজার ঘুড়ে জানা যায়, গত এক মাস আগে প্রতি মণ পাম তেল বিক্রি হয়েছে ৫ হাজার ১০০ টাকায়। বর্তমানে ৫০০ টাকা বেড়ে গিয়ে এখন বিক্রি হচ্ছে ৫ হাজার ৬০০ টাকায়। অন্যদিকে একই সময়ে প্রতি মণ সয়াবিন তেল বিক্রি হয়েছে মণপ্রতি ৫ হাজার ৬০০ টাকায়, বর্তমানে মণপ্রতি ৪০০ টাকা বেড়ে গিয়ে বিক্রি হচ্ছে ৬ হাজার টাকায়।
অন্যদিকে কাস্টমসের তথ্যমতে, দেশে প্রচুর পরিমাণ সয়াবিন উৎপাদন হয়েছে। তাই এই মূহূর্তে সয়াবিনের দাম বাড়ানোর কোনো কারণ নেই।