গেল মাসে তেলের বাজারে অস্তিরতা যেন রমজান মাসে ভোক্তাদের কাল হয়ে দাড়িয়েছে।বাজারের সিন্ডিকেট এর মাধ্যমে তেলের মজুদ এর বিষয়টি যেন উঠছেই না । চট্টগ্রামের বিভিন্ন বাজারে ভোজ্য তেলের সরবরাহ কমে গেছে। পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন দুষ্প্রাপ্য হয়ে উঠেছে।
আজ চট্টগ্রামের বিভিন্ন বাজারে ঘুরে দেখা গেছে, বেশির ভাগ দোকানেই নেই পর্যাপ্ত পরিমান সয়াবিন তেল । ভোক্তাদের থেকে এই বিষয়ে জানতে চাইলে তারা বলেন , ”র্বতমানে ভোজ্য তেল বাজারে নেই বললেই চলে। কারণ সরকারের থেকে তেলের দাম আগের থেকেও কমে আসলেও র্বতমানে তা বিলুপ্ত প্রায়।”
সংকটের কারণ জানতে চাইলে একাধিক বড় বিক্রেতা নাম প্রকাশ না করে বলেন, ‘অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট কম্পানিগুলোর কাছ থেকে বেশি বেশি তেল নিয়ে বাড়তি দামের আশায় মজুদ করছে।’
এই বেপারে খুচরা বিক্রেতারা বলেন, ”দুই সপ্তাহ ধরে তেল সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো চাহিদামতো তেল দিচ্ছে না। ছোট বোতলের তেল সামান্য কিছু পেলেও পাঁচ লিটার তেলের সরবরাহ বন্ধ আছে। কয়েকটি ব্র্যান্ডের ডিস্ট্রিবিউটররা তাঁদের অন্য পণ্যের অর্ডার নিলেও সয়াবিন তেলের অর্ডার নিচ্ছেন না।” খুচরা বিক্রেতারা আরও জানান, তাঁরা অর্ডার দিয়েও চাহিদামতো তেলের সরবরাহ পাচ্ছেন না।
এই বিষয়ে সচেতন মহল এর প্রতি গভীর যাচাই করার দাবি ভোক্তাদের।