ইউক্রেন রাশিয়ার যুদ্ধের প্রভাব পড়তে শুরু করেছে আয়ারল্যান্ডে। যুদ্ধের শুরু থেকে দেশটিতে বেড়েছে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম।এরই মাঝে আগামী মাস থেকে বাড়ানো হবে গ্যাস ও বিদ্যুৎতের দাম। দেশটিতে যে কয়টি গ্যাস, বিদ্যুৎ সরবরাহ ও বিতরণ প্রতিষ্ঠান রয়েছে তার মধ্যে ‘বোর্ড গ্যাস এনার্জি’ অন্যতম। বৃহৎ এ প্রতিষ্ঠানটি বিদ্যুৎতে ২৭ শতাংশ ও গ্যাস বিলে ৩৯ শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে সরবরাহ কমে যাওয়ায় মূল্যবৃদ্ধির অন্যতম কারণ বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
আগামী ১৫ এপ্রিল থেকে বর্ধিত মূল্য কার্যকর হবে বলে জানিয়েছে বোর্ড গ্যাস এনার্জি। মূল্য বাড়ায় বছরে প্রায় ৩৫ হাজার টাকা বাড়তি গুনতে হবে গ্রাহকদের।
একদিকে গত জানুয়ারি থেকেই দেশটিতে বেড়েছে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম। তার ওপর গ্যাস বিদ্যুতের মূল্য বাড়া যেন মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে দেখা দিয়েছে সাধারণ ভোক্তাদের। গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ায় আরও একদফা বাড়তে পারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম। তাই দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার জোরালো দাবি জানিয়েছে দেশটির সাধারণ ভোক্তারা। অস্বাভাবিক এই মূল্যবৃদ্ধিতে স্থানীয়দের পাশাপাশি শঙ্কায় দিন কাটাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা।
এ ব্যাপারে প্রবাসী বাঙালিরা বলেন, ”দিন যত সামনের দিকে যাচ্ছে জীবনযাত্রার মান ততই ব্যয়বহুল হচ্ছে।”