উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো পদ্মা ব্যাংক লিমিটেডের টাউন হল মিটিং। ২৪ মার্চ, রোজ বৃহস্পতিবার রাজধানীর বিজিবি ব্যাঙ্কেট হলে অনুষ্ঠিত হয় এই সভা। সভায় পদ্মার তিপাদ্য ‘দ্য ফিউচার হরাইজন’ উন্মোচন করা হয়।
অনুষ্ঠিত এই সভায় টাউন হলে স্বাগত জানানো হয় চতুর্থ প্রজন্মের ব্যাংকটির নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খানকে। তার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন চেয়ারম্যান ড. চৌধুরী নাফিজ সরাফাত।
ড. চৌধুরী নাফিজ সরাফাত পদ্মা ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে স্বাগত জানিয়ে বক্তব্য শুরু করেন এবং প্রতিযোগিতামূলক ব্যাংকিংখাতে সফলভাবে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন। আর কর্মীদেরকে নিজ নিজ জায়গা থেকে সহযোগিতা করার আহ্বান জানান।
মিটিংয়ে তারেক রিয়াজ খান তার তিন বছরের অপারেশনাল, কৌশলগত ও স্ট্র্যাটেজিক কর্মপরিকল্পনা তুলে ধরেন এবং তিনি আরও বলেন, “শক্তিশালী ও লাভজনক প্রতিষ্ঠান হবে পদ্মা ব্যাংক।”
এ সময় উপস্থিত ছিলেন—পদ্মা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ফয়সাল আহসান চৌধুরী ও সিওও (চিফ অপরেটিং অফিসার), Camlco এবং উপব্যবস্থাপনা পরিচালক জাবেদ আমিনসহ ব্যাংকের অন্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, সকল শাখা প্রধান এবং প্রধান কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের অফিসার।
প্রসঙ্গত, সরকারি সোনালী, জনতা, অগ্রণী, রূপালী ব্যাংক ও আইসিবির মূল মালিকানায় পরিচালিত চতুর্থ প্রজন্মের পদ্মা ব্যাংক লিমিটেড দেশজুড়ে ৫৮টি শাখার মাধ্যমে গ্রাহকদের ব্যাংকিং সেবা দিয়ে আসছে।