ভারতের বিখ্যাত সঙ্গীত পরিচালক, গায়ক ও সঙ্গীত প্রযোজক এ আর রহমান বর্তমানে ঢাকায় অবস্থানরত। রোববার ২৭ মার্চ রাতে ঢাকায় এসে পৌঁছেছেন এ তারকা। তিনি উঠেছেন হোটেল সোনারগাঁওয়ে। দুইদিন সেখানেই থাকবেন।
দুইদিন ঢাকায় থাকার কারণসূত্রে জানা যায়, ২৯ মার্চ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হতে যাচ্ছে এ আর রহমানের কনসার্ট। সব মিলিয়ে এই কনসার্টের জন্য দুইশ জন সঙ্গী নিয়ে ঢাকায় এসেছেন তিনি।
আজ মিরপুরে রিহার্সাল করবেন। আগামীকাল হবে তার কনসার্ট। তিন ঘণ্টারও বেশি সময় পারফর্ম করবেন অস্কারে জয়ী এই শিল্পী।
করোনা বাদ না সাধলে হয়তো আগেই অনুষ্ঠিত হয়ে যেত। ২০২০ সালে ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিশেষভাবে রচিত সঙ্গীতানুষ্ঠান। সেখানে গান পরিবেশন করার কথা ছিল। করোনার ভয়াল থাবায় বঙ্গবন্ধুর শতবর্ষ উদযাপন উপলক্ষে বিশ্ব একাদশ বনাম এশিয়া একাদশের যে প্রীতি ম্যাচ হওয়ার কথা ছিল সেটা আয়োজন করা সম্ভব হয়নি।
তবে এবার স্বাধীনতা এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম মাস মার্চে বঙ্গবন্ধুকে নিয়ে বিশেষভাবে সেই সঙ্গীতানুষ্ঠানের আয়োজন হতে যাচ্ছে ঢাকায়, যা আগামী ২৮ মার্চ অনুষ্টিত হচ্ছে। যেখানে ভারতের বিখ্যাত শিল্পী এ আর রহমানই গান পরিবেশন করছেন।
বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে বিশেষ একটি গান তৈরি করেছেন তিনি। বিসিবি নিজেদের উদ্যোগে গানটি বানিয়েছে। কনসার্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে গানটি গাইবেন বরেণ্য এই শিল্পী।
এর আগেও বিসিবি এ আর রহমানকে এনেছিল ২০১৪ সালে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে একটি কনসার্টে পারফর্ম করেছিলেন এই গুণী সংগীত শিল্পী।