বাংলাদেশী মালিকানাধীন অভ্যান্তরীন কন্টেইনার জাহাজ মেরিন ট্রাস্ট ০১ আজ কন্টেইনার লোড এর সময়, কোলকাতা বন্দরের ৫ নং জেটিতে পোর্ট সাইড কাত হয়ে ডুবে যাচ্ছে ।এতে বহু টাকার ক্ষয়ক্ষতির আশংকা করা হচ্ছে ।
মেরিন ট্রাস্ট লি. এর মালিকানাধীন জাহাজ টি অভ্যান্তরীন নৌ পথে কন্টেইনার পরিবহন করে থাকে । তবে ইন্ডিয়া – বাংলাদেশ নৌ প্রটোকল চুক্তির অধীনে অনান্য জাহাজ এর সাথে এই জাহাজ টিও কোলকাতা থেকে ঢাকা ও চট্রগ্রাম এ কন্টেইনার পরিবহন করে থাকে ।