মঙ্গলবার ভোলদেমির জেলেনস্কির সাথে বৈঠকে দাবি তুলেছেন পোল্যান্ড-চেক প্রজাতন্ত্র ও স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীরা। ভয়াবহ যুদ্ধ পরিস্থিতির মধ্যেই ট্রেনযোগে কিয়েভ আসেন এই ৩ নেতা।
তাদের দাবী: ইউক্রেনে খুব শিগগিরই জাতিসংঘের শান্তিরক্ষী মিশন পাঠানো প্রয়োজন। ।
ইউক্রেনের প্রেসিডেন্ট এই তিন নেতাকে বলেন, ”আপনার ইউরোপীয় ইউনিয়নকে জানান রুশ হামলা আতঙ্ক নিয়ে ভয়াবহ পথ অতিক্রম করছেন লাখ লাখ শরণার্থী। বন্ধুপ্রতীম প্রতিবেশীর সমর্থন থাকলে আমাদের লড়তে কোনো সমস্যা নেই। এ সফর প্রমাণ করে কিয়েভের প্রতিরোধের ব্যাপারে কতোটা সমর্থন রয়েছে ইইউ’র।”
এদিকে, তিন সরকার প্রধান কিয়েভের সফরকে ইইউ’র মিশন হিসেবে আখ্যা দিলেও সেটি স্বীকার করছে না জোট। বরং বিবৃতিতে স্পষ্ট জানিয়ে দিয়েছে এটি তাদের ব্যক্তিগত সফর।
Discussion about this post