সরাসরি রাশিয়ায় সব ধরনের ফ্লাইট বন্ধ রয়েছে। মধ্যপ্রাচ্যের কোনো দেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে এখনো কিছু ফ্লাইট চলছে। তবে বিভিন্ন আর্থিক সেবা, বিশেষ করে ক্রেডিট কার্ড, ভিসা ও মাস্টার কার্ড সেবা বন্ধ হওয়ায় অনেকে নগদ অর্থসংকটে পড়েছেন। একে অর্থসংকট, তার ওপর একের পর এক ফ্লাইট বাতিলে পর্যুদস্ত তারা।
রাশিয়া অনেকটা অকস্মাৎ অভিযানে নামায় খোদ রুশ নাগরিকরাই বুঝতে পারেননি সংকট কোন দিকে যাচ্ছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কবলে পড়েছেন রুশ পর্যটকরা। একদিকে নামছে রুবলের মান, অন্যদিকে যুদ্ধের কারণে একের পর এক রুশ ফ্লাইট বাতিল হয়ে যাচ্ছে। এতে করোনা-পরবর্তী সময়ে থাইল্যান্ডে বেড়াতে যাওয়া সাড়ে চয় হাজার রুশ পর্যটক আটকে পড়েছেন। আটকে পড়া পর্যটকরা মূলত ফুকেট, সুরাট থানি, ক্রাবি ও পাতায়ায় আছেন। অন্যদিকে মুদ্রতীরবর্তী বিভিন্ন রিসোর্টের জন্য বিখ্যাত জনপ্রিয় থাই পর্যটনকেন্দ্রগুলোতে আটকা পড়েছেন প্রায় এক হাজার ইউক্রেনীয় পর্যটক।
থাইল্যান্ডের পর্যটন কর্তৃপক্ষের বরাতে জানা গেছে, গত ফেব্রুয়ারিতে রাশিয়া থেকে ১৭ হাজার ৫৯৯ জন পর্যটক এসেছেন, যা ওই মাসে আসা পর্যটকের ৮ দশমিক ৬ শতাংশ।
Discussion about this post