পশ্চিমা দেশগুলো আর্থিক লেনদেনের বার্তা আদান-প্রদানকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠান সুইফট থেকে রাশিয়া ও বেলারুশের বেশ কিছু ব্যাংককে বিচ্ছিন্ন করেছে। এ পদক্ষেপটি ১২ মার্চ,শনিবার থেকে কার্যকর হওয়ায় বাংলাদেশের ব্যাংকগুলো এ দুটি দেশের সঙ্গে আর সরাসরি লেনদেন করতে পারবে না।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অর্থ রাশিয়ার ১২টি ব্যাংক এবং বেলারুশের ২টি ব্যাংকের মধ্য থেকে ১টি ব্যাংকের মধ্যে লেনদেন হয়ে থাকে।
সম্প্রতি রাশিয়ার ব্যাংক ফর ডেভেলপমেন্ট অ্যান্ড ফরেন ইকোনমিক অ্যাফেয়ার্স (ভিইবি) বাংলাদেশ ব্যাংককে সুইফট ব্যবহার করে একটি বার্তা পাঠায়। এতে সুইফট সিস্টেম ব্যবহার করে আপাতত তাদের সঙ্গে লেনদেন করতে নিষেধ করা হয়। সেই সঙ্গে সুইফট থেকে বিচ্ছিন্ন হওয়া অন্য ব্যাংকগুলোও বাংলাদেশের বাণ্যিজিক ব্যাংকগুলোকে এরূপ বার্তা পাঠিয়েছে।
যদিও সংশ্লিষ্টরা মনে করছেন, এর ফলে বাংলাদেশের অর্থনীতিতে কোনো রকম নেতিবাচক প্রভাব পড়বে না। কেননা, রাশিয়ায় রফতারিকৃত পণ্যের প্রায় ৮০ ভাগেরই আর্থিক লেনদেন সিঙ্গাপুর ও হংকংয়ের ব্যাংকের মাধ্যমে হয়ে থাকে। তবে এতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের ওপর কেমন প্রভাব পড়বে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
প্রসঙ্গত, রূপপুর প্রকল্প বাস্তবায়নে রাশিয়া আর্থিক ও কারিগরি সহায়তা দিচ্ছে। ২০২৪ সালের ১৭ ফেব্রুয়ারি থেকে এ বিদ্যুৎকেন্দ্র ব্যবহার করে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু করার প্রকল্পে রাশিয়া ৯১ হাজার কোটি টাকা ঋণ দিচ্ছে।