বুধবার দুপুরে রাজধানীর সচিবালয়ে এক অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এইচ এম সফিকুজ্জামান জানিয়েছে, অনিবন্ধিত ই-কর্মাস প্রতিষ্ঠানে বিনিয়োগ করলে সরকার দায় নেবে না। তিনি আরও বলেন, ”গ্রাহক সচেতন না হলে ভুল জায়গায় বিনিয়োগ করলে টাকা উদ্ধার করা অনেক কঠিন। মন্ত্রণালয়ের নিবন্ধিত ই-কর্মাস প্রতিষ্ঠানগুলোর তালিকা রয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে।” সব কিছু যাচাই-বাছাই করে বিনিয়োগের পরামর্শ কেন্দ্রীয় ডিজিটাল কমার্স সেলের প্রধানের দায়িত্বে থাকা এই অতিরিক্ত সচিবের।
অনুষ্ঠানে ই-কমার্স প্রতিষ্ঠান দালাল প্লাস, বাংলাদেশ ডিল ও আনন্দ বাজারের প্রতারিত গ্রাহকদের আটকে থাকা টাকা ফেরত দেয়া হয়।
সফিকুজ্জামান বলেন, ”অনেক ই-কমার্স প্রতিষ্ঠান অফিস বন্ধ করে পালিয়ে বেড়াচ্ছে। তারা যদি গ্রাহকের টাকা শোধ করে ব্যবসায় আসে তাহলে আস্থার জায়গাটা ফিরে আসবে।”
Discussion about this post