গতকাল দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণে নারী উদ্যোক্তাদের একটি হাট বসেছে। উদ্বোধন হলো কইন্যা-নারীদের হাটের প্রথম আসর। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরীনা রহমান। প্রধান অতিথি ছিলেন লেডিস ক্লাবের সভাপতি কবিতা ইয়াসমীন। বক্তব্য দেন চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আখতার উদ্দিন আহমদ।
সেখানে কথা হয় উদ্যোক্তা শামস জাহানের সঙ্গে। শামস জাহান মৌলভীবাজারের রাজনগরের একটি উচ্চবিদ্যালয়ের শিক্ষক। চাকরিজীবী হলেও ছোটবেলা থেকেই তাঁর আকাঙ্ক্ষা ছিল নিজের উদ্যোগে কিছু করার। শিক্ষকতা, সংসারের সব কাজ গুছিয়ে সেদিকে আর পা বাড়ানো হয়ে ওঠেনি। করোনার কারণে ২০২০ সালে টানা ছুটি পেলেন। সেই প্রথম চাকরির বাইরে নিজের উদ্যোগে কিছু করার সুযোগ এল।ওই বছর জুলাই থেকে উপজেলা সদরের কাটাজুরি গ্রামের বাড়ি থেকে শুরু করলেন অনলাইনে ব্যবসা। দিন দিন ব্যবসা জেনো ডানা মেললো। আলিনা অনলাইন শপ এবং আলিনা শাড়িজ নামে দুটি অনলাইন প্রতিষ্ঠান দাঁড় করিয়েছেন তিনি। আপাতত অনলাইনেই অর্ডার নিয়ে সরবরাহ করছেন পণ্য। আর তাতেই দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও এখন তাঁর ক্রেতা।
শামস জাহান জানান, তাঁর পণ্যের মধ্যে তৈরি পোশাক ছাড়াও তাঁর নকশায় তৈরি ছোট-বড় নকশিকাঁথা আছে। আকার ও কাজ ভেদে দাম ২৫০ থেকে ১০০০ হাজার টাকা পর্যন্ত পৌঁছায়।
এ রকম অসংখ্য নারী উদ্যোক্তা ছড়িয়ে আছে নানা প্রান্তে। নিজ নিজ অবস্থান থেকে প্রতিনিয়ত তাঁরা সংগ্রাম করে চলেছেন নিজের ব্যবসার প্রসারের। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরে আন্তর্জাতিক নারী দিবসে এ রকম নারী উদ্যোক্তাদের জন্যই মৌলভীবাজার সদর উপজেলা প্রশাসন ও লেডিস ক্লাব মৌলভীবাজার এগিয়ে এসেছে। এক ছাদের নিচে জেলার নারী উদ্যোক্তাদের নিয়ে আসতে তাদের উদ্যোগ কইন্যা-নারীদের হাট। এখন থেকে সপ্তাহে দুদিন বসবে এই হাট। সেখানে নারী উদ্যোক্তারা তাঁদের পণ্য বেচা-কেনা করতে পারবেন।
উদ্বোধনী দিনে নারী উদ্যোক্তাদের ছয়টি স্টল বসেছিল। এত দিন তাঁরা ঘরে বসেই বাড়ি থেকেই সরাসরি বা অনলাইনে পণ্য বিক্রি করে আসছিলেন। তবে এ রকম একটি হাট তাঁরা মনে মনে প্রত্যাশা করে আসছিলেন। হাট ঘুরে কথা হয় বিভিন্ন নারী উদ্যোক্তাদের সঙ্গেও।
ঐতিহ্যের স্বাদ মিষ্টিঘরের ব্যানারে নাফিজা ফিরোজ এসেছেন হাতে তৈরি চিকেন কাটলেট, মাংসপিঠা, ফিরনিসহ নানা খাবার নিয়ে। তিনি বলেন, ‘আমরা নারীরা সব জায়গায় যেতে পারি না। এই পরিবেশে আসা সম্ভব।’
রাত্রি ভৌমিক স্নাতকোত্তর শেষ করে চাকরির চেষ্টা করেছেন। তবে চাকরি জোটেনি। এরই মধ্যে সরকারি চাকরির বয়সও শেষ। কুশির হাতের কাজ জানেন, কম্পিউটারের কাজও জানেন। উদ্যোক্তা প্রশিক্ষণও নিয়েছেন। প্রায় পাঁচ বছর ধরে অনলাইনে টুকটাক ব্যবসা করে আসছিলেন। ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে মৌলভীবাজার শহরের বরকাপন এলাকার বাসাতেই শোরুম করেন। ৩০ হাজার টাকার পুঁজি নিয়ে এখন মাসে ২৫ থেকে ৩০ হাজার টাকা আয় করছেন তিনি।
ইউএনও সাবরীনা রহমান বলেন, ”এই হাটে যেসব নারী উদ্যোক্তা আসবেন, তাঁদের কোনো টাকা দিতে হবে না। এখানে নারীরা তাঁদের উৎপাদিত কৃষিপণ্য, হস্তশিল্প নিয়ে আসবেন। মাছও আসবে। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে এর সূচনা হলো। এখন থেকে সপ্তাহে দুদিন হাট বসবে। প্রথম দিন কেবল নারী উদ্যোক্তাদের উদ্বুদ্ধ ও হাটের সঙ্গে পরিচিত করে তোলা কাজটি হলো। এরপর স্থায়ী শামিয়ানা বা শেড নির্মাণ করে দেওয়া হবে।”