ইউক্রেনে সামরিক আগ্রাসন পরিচালনার পর বৈশ্বিক নিষেধাজ্ঞার প্রভাব এড়াতে ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করছে রাশিয়া। এর পরপরই যুক্তরাষ্ট্রের প্রশাসনিক কর্মকর্তারা এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। এর পরিপ্রেক্ষিতে ডিজিটাল মুদ্রার লেনদেন নিয়ন্ত্রণের অংশ হিসেবে চলতি সপ্তাহে ক্রিপ্টোকারেন্সি নিয়ে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
ইউক্রেনে সামরিক আগ্রাসনের প্রতিবাদস্বরূপ বৈশ্বিক নিষেধাজ্ঞার কারণে রুবলের মান রাশিয়ার ইতিহাসে সর্বনিম্নে চলে এসেছে। পাশাপাশি পতন এড়াতে বন্ধ করে দেয়া হয়েছে দেশটির পুঁজিবাজারও।
নির্বাহী আদেশের বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে অবগত দুটি সূত্র জানায়, চলতি সপ্তাহেই ক্রিপ্টোকারেন্সি নিয়ে নির্বাহী আদেশ কার্যকর করা হবে। তারা জানায় ইউক্রেনে রুশ সামরিক আগ্রাসনের অনেক আগে থেকেই বিষয়টি নিয়ে কাজ করা হচ্ছে।
নতুন নির্বাহী আদেশটি ডিজিটাল কারেন্সিনির্ভর নতুন কেন্দ্রীয় ব্যাংক তৈরির বিষয়টিকেও প্রকাশ্যে নিয়ে আসবে। ফেডারেল রিজার্ভ জানুয়ারিতে এ বিষয়ে একটি পত্র প্রকাশ করেছে। যেখানে মার্কিন সমর্থিত ডিজিটাল মুদ্রার ঝুঁকি ও সুবিধাগুলোর সন্ধান করার বিষয়ে বলা হয়েছে।
জানা গেছে, কয়েক বছরের মধ্যে ক্রিপ্টোকারেন্সি যুক্তরাষ্ট্রের অর্থনীতির অন্যতম অংশে পরিণত হবে বলে নির্বাহী আদেশে উল্লেখ থাকবে। তবে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো ক্রিপ্টোকারেন্সির গুরুত্ব কমালেও রাশিয়া এর মাধ্যমে যেভাবে নিষেধাজ্ঞা এড়িয়ে যাচ্ছে সেটি উদ্বেগের বিষয়।
Discussion about this post