দুয়ারে কড়া নাড়ছে পবিত্র মাহে রমজান। পরম করুণাময়ের সন্তুষ্টিলাভের আশায় বিশ্ব মুসলিম সম্প্রদায় মাসব্যাপী রোজা শেষে ঈদুল ফিতর উদযাপনের আনন্দে মেতে উঠবে। মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এ ধর্মীয় উৎসব ঘিরে প্রতি বছরই পরিবারের টানে বাড়ি ফিরে মানুষ। কেউ কেউ পরিবার নিয়ে উৎসবমূখর দিন কাটাতে চলে যাই বাড়ী। নাগরিক ও কর্মজীবনের ব্যস্ততা মাড়িয়ে ওই সময় সবাই চায় যতটা সম্ভব পরিবার-পরিজনকে সময় দিতে। ফলে ঈদ এলেই কর্মজীবী মানুষের আলোচনায় আসে ছুটির প্রসঙ্গ।
ইসলামিক ফাউন্ডেশন ৮ই মার্চ মঙ্গলবার এ বছরের রমজানের সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে।
সূচি অনুযায়ী, রমজান শুরুর সম্ভাব্য ৩ই এপ্রিল। ৩০ রোজা পূর্ণ হলে ঈদ উদযাপন হবে ৩ই মে। ঈদের ছুটি মূলত তিনদিন। তবে এইবার ঈদের আগে সাপ্তাহিক ছুটি ও মে দিবসের ছুটি মিলিয়ে ঈদের ছুটি বেড়ে ছয় দিন হতে পারে। সেক্ষেত্রে ঈদুল ফিতরে দেশের সরকারি-বেসরকারি চাকরিজীবীরা ২৯ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত টানা ছয় দিনের ছুটি পাবেন।
ছুটির হিসাবে দেখা যাচ্ছে, ঈদের আগের শুক্রবার হচ্ছে ২৯ই এপ্রিল। পরদিন শনিবার ৩০ এপ্রিল। ১ মে রোববার শ্রমিক দিবসের সরকারি ছুটি। সোম, মঙ্গল ও বুধবার যথাক্রমে ২,৩ ও ৪ই মে ঈদের সরকারি ছুটি মিলে মোট ছুটি দাঁড়াচ্ছে ছয়দিন। এক্ষেত্রে ৫ই মে বৃহস্পতিবার কেউ ছুটি নিতে পারলে ৬ ও ৭ই মে (শুক্র ও শনিবার) মিলিয়ে তিনি মোট ৯ দিন ঈদের ছুটি কাটাতে পারবেন।
Discussion about this post