খ্যাতনামা মেডিসিন বিশেষজ্ঞ প্রফেসর ডা. আ ফ ম আমিনুল ইসলাম আর বেঁচে নেই। রোববার দুপুর পৌনে ১টার দিকে চট্টগ্রামের বেসরকারি সিএসসিআর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রবীণ এ চিকিৎসকের মৃত্যু হয় বলে জানান তাঁর সন্তান তরুণ শিল্পোদ্যোক্তা ও সৌখিন এন্টিক সংগ্রাহক তারেকুল ইসলাম জুয়েল।
ডা. আমিনুল দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভূগছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। বয়স হয়েছিল ৯৩ বছর। তিনি এক ছেলে ও পাঁচ মেয়ের বাবা।
আগামীকাল সোমবার সকাল সাড়ে ৯টায় চট্টগ্রামের জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে ডা. আ ফ ম আমিনুল ইসলামের জানাজা অনুষ্ঠিত হবে। একইদিন দুপুরে সাতকানিয়ার মির্জাখীল কুতুবপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
আশির দশকের মাঝামাঝি সময়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক পদ থেকে অবসরে যান ডা. আ ফ ম আমিনুল ইসলাম। তিনি চমেকের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন। এছাড়া বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালেও অধ্যাপনা করেছেন। তিনি গ্রামের বাড়ি ও চট্টগ্রামের বহু সাধারণ মানুষের বিনা মূল্যে সেবা দিয়ে গেছেন এবং সাধারণ মানুষের প্রতি সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন। এছাড়াও সমাজে বিভিন্ন কল্যাণমূলক কাজে তিনি সহযোগিতা করতেন।
লন্ডনের রয়েল কলেজ অব ফিজিশিয়ান থেকে ফেলোশিপ পাওয়া ডা. আ ফ ম আমিনুল ইসলাম চিকিৎসক হিসেবে কুমিল্লা, কক্সবাজারের টেকনাফ ও চট্টগ্রামের মিরসরাই এবং সন্দ্বীপে দায়িত্ব পালন করেন।
বন্দরনগরীর আসকার দিঘির পাড়ের স্থায়ী বাসিন্দা ডা. আমিনুলের গ্রামের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ার মির্জাখীল গ্রামে।