প্রায় দুই বছর পর মুক্তি পেতে যাচ্ছে কাতার হোটেল কোয়ারেন্টাইন ও আরটিপিসিআর টেস্টের বেড়াজাল থেকে।
”হোটেল কোয়ারেন্টাইন তুলে দেওয়ায় স্বস্তি মিলেছে ”, জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।
বিশ্বের অন্যান্য দেশের মতো কাতারেও করোনা পরিস্থিতি উন্নতির দিকে। করোনা সংক্রমণ কমতে থাকার কারণে একে একে তুলে নেওয়া হচ্ছে সব বিধিনিষেধ।
চলতি বছরের শেষ দিকে দেশটিতে অনুষ্ঠিত হতে যাওয়া ফুটবল বিশ্বকাপ আয়োজনকে সামনে রেখে এবং পর্যটকদের সুবিধার কথা চিন্তা করে হোটেল কোয়ারেন্টাইন ও আরটিপিসিআর টেস্ট সিস্টেম বাতিল করল দেশটি।
দুই ডোজ ও বুস্টার ডোজ ভ্যাকসিন নেওয়া ব্যক্তিরা বিশ্বের যে কোনো দেশ থেকে কাতারে এলে তাদের আর থাকতে হবে না হোটেল কোয়ারেন্টাইনে। প্রয়োজন নেই আর আরটি পিসিআর টেস্টেরও। এদিকে প্রবাসী বাংলাদেশীদের মাঝে স্বস্তি ফিরেছে সরকারের এমন সিদ্ধান্তে।
কোয়ারেন্টাইনের বেড়াজালে আটকা ছিল ভারত, পাকিস্তান, নেপাল, বাংলাদেশসহ বেশকিছু দেশের অভিবাসীরা, যারা দুই বছরেরও বেশি সময় ছুটি কাটিয়ে ফিরছেন কাতারে। হোটেল কোয়ারেন্টাইন ও আরটি পিসিআর টেস্ট তুলে দেওয়ায় এখন স্বস্তি ফিরেছে দক্ষিণ এশিয়ার এসব দেশের অভিবাসীদের মাঝেও।