ভারত-মিয়ানমার-থাইল্যান্ড ত্রিপাক্ষিক মহাসড়কের যুক্ত হওয়ার জন্য তিনটি বিকল্প রোড চিহ্নিত করেছে সওজ অধিদপ্তর। এর একটি হলো সিলেটের সুতারকান্দি রুট। দ্বিতীয় বিকল্পট রুটটি হচ্ছে সিলেটের তামাবিল থেকে ভারতের ডাউকি। সর্বশেষ বিকল্প রুটটি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে ভারতের আগরতলা পর্যন্ত।
এশিয়ার অর্থনীতি দ্রুতগতিতে বৃদ্ধির লক্ষ্যে ভারতের ‘লুক ইস্ট’ নীতির অধীনে ভারত-মিয়ানমার-থাইল্যান্ডের মধ্যে ১ হাজার ৪০৮ কিলোমিটার দীর্ঘ একটি মহাসড়ক নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২০ সালে এ মহাসড়কে যুক্ত হতে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব করেন। বাংলাদেশের কোন সড়ক মহাসড়কটির সঙ্গে যুক্ত হবে, তা ঠিক করতে কাজ করছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর। ত্ৰিপাক্কিক এই চুক্তিতে অর্থনীতির গতি আরও বৃদ্ধি পাবে , তেমনি তৈরি হবে নতুন নতুন কর্মসংস্থা।