সাভারের পলাশবাড়ি পাইকারি মাছের আড়তে প্রতিদিনই দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির মাছের পসরা বসে। তবে বেশ কিছুদিন ধরে সরবরাহ কম থাকায় মাছের দাম বেড়েছে বলে জানান বাজার-সংশ্লিষ্টরা।
সাভারে বেড়েছে মাছের দাম
দেশের বিভিন্ন অঞ্চল থেকে ট্রাক ও পিকআপ ভ্যানে মাছ আসে এই আড়তে। মাছ ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ কমায় মাছের দাম কেজিপ্রতি ১৫-২০ টাকা বেড়েছে।
সাভারের আশুলিয়ার পলাশবাড়ি পাইকারি মাছের আড়ত। ক্রেতা-বিক্রেতাদের হাঁকডাকে মুখর এ আড়তে নানা প্রজাতির মাছের পসরা সাজিয়ে বসেন আড়তদাররা।
টাটকা দেশীয় মাছ কিনতে দূর-দূরান্ত থেকে পাইকাররা আসেন এখানে। তবে গত সপ্তাহের তুলনায় দাম কেজিপ্রতি ২০-৩০ টাকা বেড়ে যাওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন ক্রেতারা।
আর আড়তদাররা বলছেন, খরচ বাড়ায় দাম মাছের খানিকটা বেশি।
বাজার ঘুরে দেখা যায়, বর্তমানে ইলিশ বিক্রি হচ্ছে ৪০০-১২০০ টাকায়। রুই ১৮০-২৪০, তেলাপিয়া ১৩০-১৫০, কাতল-৩৫০, বিগহেড-২০০, চিংড়ি ৪৬০-৬৭০, টেংরা ২৫০-৩২০, শিং ২৫০-৩০০, মলা ১৫০-১৭০, পুঁটি ৮০-১০০, পাবদা ২৬০-২৮০ টাকা কেজিতে পাইকারি বিক্রি হচ্ছে।
আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের পাশে অবস্থিত পলাশবাড়ি পাইকারি মৎস্য আড়তে প্রতিদিন প্রায় কোটি টাকার বেশি মাছ বেচাকেনা হয়।