খুলনার রূপসা পাইকারি মাছ বাজার এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে এ আগুন লাগে বলে নিশ্চিত করেছে খুলনা ফায়ার সার্ভিস।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে মাছের ককশিটের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মূহূর্তেই আগুন পাশের ফলপট্টিতে ছড়িয়ে পড়ে। আগুনে ৩০-৪০টি ফলের আড়ত পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের চেষ্টায় পৌনে ১ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এসেছে।